‘দুনিয়ার মজলুম এক হও’ স্লোগান নিয়া সমাজে আরো আলাপ হবে আশা করি।
নিজে শ্রেষ্ঠ, মনোনীত, কিন্তু মজলুম আর ভিক্টিম, বাকি সবাই কোনোনাকোনোভাবে জালিম এবং/অথবা ইতর — এই পরিচয়ফ্যাসিস্ট ভিক্টিমহুডের রাজনীতিকে চ্যালেঞ্জ করা দরকার।
একই সংগে ধর্ম, বর্ণ, জাতি, লিংগ, শ্রেণী, জ্ঞান-প্রতিষ্ঠান-সব সন্নিবেশ- সমবায়ে যত রকম জুলুম হয় দুনিয়াতে, সব মিলায়া যত রকম জুলুমশাহী আছে দুনিয়ায়, সব কিছুর বিরুদ্ধে সংগ্রামের জন্যে সব জুলুমশাহীর ভাবগত- দার্শনিক ভিত্তি যেমন পর্যালোচনা করতে হবে, তেমনি, মজলুমের ঐক্যের নতুন দার্শনিক পাটাতন, নতুন সাম্যের দিশা লাগবে।
যে সংগ্রামের মধ্যে দিয়া এই নির্মান চলতে পারে, তার স্লোগান হইতে পারে ‘দুনিয়ার মজলুম, এক হও! । মজলুম এখানে সকল জুলুমকারী অবস্থা ও ব্যবস্থায় নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অপমানিত, সব রকম জুলুমের শিকার সব রকম মানুষ ।
প্রস্তাব রাখতেছি অনেকদিন ধরে এইটা। ‘জুলুমশাহী’ আর ‘পরিচয়ফ্যাসিবাদে’র আলাপ দিয়ে দিয়ে। আগ্রহীরা তার কিছু পাবেন ফেসবুক নোটস-এ, কিছু পাবেন এই লিখায়ঃ ‘বাংলাদেশঃ উদারনীতিবাদী গণতন্ত্রের ফাঁদ এবং বিউপনিবেশিক বিকল্প’ > https://bit.ly/30NEghN।
নতুন দার্শনিক ও ভাবগত পাটাতন নির্মানের জন্যে ভাব-অভিজ্ঞতা-বুঝাবুঝির বিনিময় দরকার, সংলাপ দরকার। ‘দুনিয়ার মজলুম এক হও’ স্লোগান নিয়া সমাজে আরো আলাপ হবে আশা করি।
#
ফুক্কা কুল্লে নিজামিন! দুনিয়ার মজলুম, এক হও!