ঔপনিবেশিক- আধুনিক- পুজিবাদী-পুরুষতান্ত্রিক জ্ঞান-প্রতিষ্ঠান/ সার্টিফিকেশন চর্চার বাইরে, বিউপনিবেশিক, ‘লোকায়ত’  শিক্ষাসাধনার অংশ হিসেবে অরূপ রাহী তাঁর আগ্রহ ও অধিকারের   বিষয়গুলিতে দক্ষিনা/সম্মানীর বিনিময়ে শিক্ষার্থী/গবেষকদের অধ্যয়ন ও  গবেষনা তত্তাবধান/পথ-নির্দেশকের ভূমিকা পালন করেন। 

 

সম্মানী/হাদিয়া/ দক্ষিনার বিনিময়ে খন্ডকালীন/ এককালীন/ সাময়িক/ উপলক্ষ্যভিত্তিক ও চাহিদার ভিত্তিতে বিদ্যার্থীদের শিক্ষা সংগ/ শিক্ষা পরামর্শ/ গবেষণা পরামর্শ দেন অরূপ রাহী। 

 

ব্যক্তিগত পরিসরের বাইরে কোনো প্রতিষ্ঠান/উদ্যোগ/ সঙ্ঘের শিক্ষামুলক কার্যক্রম বা কর্মশালাতেও সম্মানী/দক্ষিনা/হাদিয়ার বিনিময়ে  শিক্ষাবিনিময় করেন অরূপ রাহী। 

পাঠদানের বিষয় ও পর্যায়ঃ 

প্রবেশক  পর্যায় 

– সমাজ, সংস্কৃতি ও ইতিহাসতত্ত্ব পরিচয় 

-দ্বীন/ধর্ম/রিলিজিয়ন অধ্যয়ন;  

– তত্ত্ব ও দর্শনঃ বৈশ্বিক পরম্পরা 

– ‘ভারতীয় দর্শন’ পরিচয়

প্রবেশক ও গবেষক পর্যায়

-উপনিবেশ ও বিউপনিবেশায়নঃ জ্ঞান, সমাজ ও জীবনব্যবস্থা  

-’আধুনিকতা’ অধ্যয়ন

-সেক্যুলারিজম’ বোঝাপড়া 

– সাধনার ধারাঃ ফকির-বাউল-সহজিয়া- সুফি প্রভৃতি 

-লালন ফকিরের সময় ও সাধনা

-বাংলা ও সংলগ্ন অঞ্চলের সামাজিক-সাংস্ক্রিতিক ইতিহাস 

– রাজনীতি ও রাষ্ট্রতত্ত্ব 

– উন্নয়নঃ তত্ত্ব ও রাজনীতি 

পাঠ স্তরঃ 

  • প্রবেশক শিক্ষা-দীক্ষা ( প্রবেশক পর্যায়)   পর্যায়ঃ  (১/২) বছর। সমাজ, ইতিহাস, দর্শন, তত্ত্ব সম্পর্কে প্রাথমিক পরিচয় ও ব্যুপত্তি, গবেষনা প্রস্তুতি  ও সামাজিক অনুশীলন।     

  • গবেষক ঃ   (  ১/২/৩ ) বছর মেয়াদি অধ্যয়ন ও  গবেষণা। ( নির্দিষ্ট বিষয়ে উচ্চতর  অধ্যয়ন ও গবেষণা, রচনা/অনুবাদ/ সম্পাদনা  ও প্রকাশনা/ সামাজিক অনুশীলন)। 

 সম্মানী/ দক্ষিনা/ হাদিয়াঃ 

  • শিক্ষাবর্ষ ধরে বিদ্যার্থীরা অর্থ/ব্যবহারিক দ্রব্যাদি,  সংগ ও সংঘ সেবা( ব্যবহারিক কাজ) ইত্যাদির  মাধ্যমে সম্মানী/দক্ষিনা প্রদান করবেন।  

পাঠদানঃ  

একক বা যৌথ আড্ডা, সফর, একান্ত অধ্যয়ন, সংগ,  সংঘ ও  সাংগঠনিক শিক্ষামুলক কার্যক্রমের মাধ্যমে, অফলাইন  ও অনলাইন নানা মাধ্যমে পাঠ/ নির্দেশনা দান করা হবে।   

খন্ডকালীন/ দীর্ঘ মেয়াদ/ স্বল্পমেয়াদের শিক্ষার্থীদের আগ্রহ জানানোর প্রক্রিয়াঃ 

১ম ধাপঃ

  • যে পর্যায়/ মেয়াদের জন্যে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে চান- তা উল্লেখ করে,
  • নিজের শিক্ষাজীবন, স্তর ও  অধীত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে, 
  • দক্ষিনা দেবার ইচ্ছা, মাধ্যম/উপায়  ও সামর্থ্যের ধারণা দিয়ে
  • নিজের  সামাজিক/ সাংস্ক্রিতিক/ রাজনৈতিক আদর্শ/ মুলোবোধ , সংগঠন/যোগাযোগ/চর্চা/অভিজ্ঞতা, জীবনের ও লক্ষ্য- উদ্দেশ্য  সম্পর্কে সংক্ষিপ্ত  বিবরণ দিয়ে( ২০০ শব্দ) 
  • যে বিষয়ে/ যে যে যে আগ্রহের বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করতে চান, তা উল্লেখ করে,
  • প্রধানভাবে যে স্থানে অবস্থান করে অধ্যয়ন / গবেষণা করবেন, যে মাধ্যমে  অফলাইন/ অনলাইন)অধ্যয়ন / গবেষণা করবেন  তা উল্লেখ করে, 
  • যে বিষয়ে গবেষণা/অনুসন্ধান/   অধ্যয়নে আগ্রহী, সেটা কেন, নিজের জীবন চর্চার/ অভিজ্ঞতার সাথে তার সম্পর্ক/যোগাযোগের ধরণ ইত্যাদিসহ একটা অধ্যয়ন / গবেষণা প্রস্তাবনা  ( ২০০ শব্দ) লিখে aruprahee@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। 

২য় ধাপঃ

১ম ধাপ সম্পন্ন হবার পর আবেদন বিবেচিত হলে  অধ্যয়ন / গবেষণা প্রস্তাব, পরিকল্পনা ও  কর্মসুচি বিষয়ে শিক্ষার্থীরা নির্দেশকের সাথে সংক্ষিপ্ত সাক্ষাত আলাপ করতে পারবেন। ফর্ম পুরণ করে পাঠালে এ বিষয়ে করনীয় নির্দেশ করা হবে।   

অরূপ রাহী তার সময়, অগ্রাধিকার ও অধিকার বিবেচনায় গুটিকয়েক বিদ্যার্থী গ্রহণ করেন বা করবেন । 

বিদ্যার্থীদের যেসব গুনাবলী/ চর্চা থাকা আবশ্যকঃ 

  • ব্যক্তিগত, সামাজিক এবং কর্মপরিসরে অপুরুষতান্ত্রিক আচরণের চেষ্টা। 
  • সমাজে চলমান শোষণ ও বৈষম্য নিয়ে জিজ্ঞাসা ও বোঝাপড়ার আগ্রহ।
  • সময় ও নিয়মানুবর্তীতা। 
  • সংগ ও সঙ্ঘের ভাবকে শ্রদ্ধা করার মানসিকতা। 
  • নতুন চিন্তা নিয়ে আগ্রহ। 
  • সময় এবং নিয়মানুবর্তীতা। 
  • যৌথতা ও সংঘ চর্চায় আগ্রহ ও শ্রদ্ধা। 
  • জীবন-কর্মপরিসরে ব্যক্তিগত সম্পর্ক/লিঙ্গ/জাতি/ধর্ম/শ্রেনী/বর্ণ পরিচয়ের ভিত্তিতে কোন বৈষম্য বা সুবিধা দেয়া-নেয়া না করা। 
  • কুৎসা