arup raheearup rahee
  • about
  • initiatives
  • resources
  • Special Programs
    • অধ্যয়ন ও অধ্যাপনা ( mentorship) কার্যক্রম
    • করণ।। Koron ।। সহজ জীবনধারা
    • জীবন জিজ্ঞাসা।। অরূপ রাহী’র সঙ্গে
  • about
  • initiatives
  • resources
  • Special Programs
    • অধ্যয়ন ও অধ্যাপনা ( mentorship) কার্যক্রম
    • করণ।। Koron ।। সহজ জীবনধারা
    • জীবন জিজ্ঞাসা।। অরূপ রাহী’র সঙ্গে
February 22, 2021
সংখ্যাগরিষ্ঠতাবাদ আর পরিচয়ফ্যাসিবাদ প্রসঙ্গে স্ট্যাটাস সংকলন
  • Posted By : admin/
  • 0 comments /
  • Under : writings

[ এখানে বিভিন্ন সময়ের স্ট্যাটাস যুক্ত হতে থাকবে। এই নোট শেয়ার করার জন্যে ছোট লিঙ্কঃ https://bit.ly/2FIXRUM]

১/

পরিচয়ফ্যাসিস্ট কারা?

এমন সব মানুষজন, যারা ‘দেশ’, ‘জাতি’র ‘প্রেমে’ অস্থির, আত্মপরিচয়জ্ঞান যাদের জবরদস্তিমূলক আত্মাভিমানে পৌছাইছে, যারা নিজেদেরকে জগতের ‘শ্রেষ্ঠ’ এবং ‘মনোনীত’ বিবেচনা করতেছেন, এই অলীক শ্রেষ্ঠত্বের অভিমানে অন্যের উপর এবং নিজ পরিচয়রাজনীতির কারনেই সৃষ্ট নিজ পরিচয়গোষ্ঠীর প্রান্তিক মানুষদের উপর জুলুম করতেছেন নিজেদের রাষ্ট্র বা রাষ্ট্রপ্রকল্প বা অন্যান্য সামাজিক মেশিন দিয়া। এনারা পরিচয়রাজনীতির সংকট নিয়া আলাপ করতেছেন না, পর্যালোচনা করতেছেন না পরিচয়ের আপতিকতা, বর্তমানতা ও পরিবর্তনশীলতার , পরিচয়বাদ/ জাতীয়তাবাদ/ জাতিরাষ্ট্র – সীমানা মডেলের, খুঁজে পাইতেছেননা পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার ভূমিকা, পুঁজিবাদের ভূমিকা, আলাপ করতেছেন না নিজেদের চিন্তা- জ্ঞান- কল্পনা- আকাঙ্ক্ষার ওপর পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার ভূমিকা ও আধিপত্য নিয়্যা।

‘সেক্যুলার’/ ‘এন্টি’/’পোষ্ট’/ ‘নন- সেক্যুলার’ নির্বিশেষে এই ‘দেশ’/’জাতি’ প্রেমিকরা সবাই পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতা, তার পুঁজিবাদ ও রাষ্ট্রধারণার ছায়ায় বেড়ে ওঠা সম্প্রদায়বাদী, শতাংশের বড়াইবাদী, ব্রাহ্মণ্য আর আশ্রাফত্ববাদী, সমরুপতাবাদী, কেন্দ্রবাদী, আধিপত্যবাদী, জাতীয়তাবাদী/ জাতি ও অন্যান্য পরিচয়ভিত্তিক রাষ্ট্রবাদী/ সীমানাবাদী, উন্নয়ন আর পুঁজিবাদী তো বটেই।

এই কাঠামোগুলার বাইরে কাউরে এখনো পাইলাম না উনাদের মধ্যে।
এনারা ‘মানুষ’ আর ‘সমাজ’কে, ‘দেশ’কে ‘ভালোবেসেই’ ফ্যাসিস্ট পরিচয় রাজনীতি নিয়া হাজির।

‘ভালোবাসা’ যে জুলুম আর ফ্যাসিবাদের রুপ নিতে পারে- তা ভাবার সময় এনাদের ‘ভালোবাসা’র সময়ে কই? গভীরভাবে পুরুষতান্ত্রিক এই ভালোবাসাই কালে কালে ফ্যাসিস্টরা বেসে আসতেছে।

ঔপনিবেশিক আধুনিকতা, তার পুঁজিবাদ ও রাষ্ট্রধারণার ছায়ায় বেড়ে ওঠা সম্প্রদায়বাদী, শতাংশের বড়াইবাদী, ব্রাহ্মণ্য আর আশ্রাফত্ববাদী, সমরুপতাবাদী, কেন্দ্রবাদী, আধিপত্যবাদী, জাতীয়তাবাদী/ জাতি ও অন্যান্য পরিচয়ভিত্তিক রাষ্ট্রবাদী/ সীমানাবাদী, উন্নয়ন আর পুঁজিবাদী চোখে দুনিয়া দেখা আর সমাজ-দেশ নিয়া ভাবার বাইরে, ‘দেশ’ এবং ‘জাতি’কে ভালোবাসার, দুনিয়ায় অধিকার, সাম্য, মর্যাদা আর ইনসাফের চর্চার আর কোনো ভাব, পদ্ধতি, উপায় সম্পর্কে এদের জানা-বোঝার আগ্রহ, ইচ্ছা, খেয়াল, দরকারবোধ- কিছুই নাই।

এদের এই প্রেম আর ভালোবাসা থিকা, খোদা, রক্ষা করো!

#ডেংগি #ডেঙ্গু #জুলুমশাহী #আইয়ামেজাহেলিয়া #জাতীয় #ফ্যাসিবাদ

SUNDAY, AUGUST 4, 2019·https://www.facebook.com/notes/arup-rahee/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%9F%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE/2289447371109664/

২/

‘আপনি সংখ্যাগরিষ্ঠ। আপনি কোনোকালে কারো দ্বারা ‘ভিক্টিম’, তাই চিরকালের ‘ভিক্টিম’। আপনার কোনো ভুল নাই। অপরাধ নাই। থাকতে পারে না, হয় না। আপনি নিষ্পাপ।চিরকালের মাসুম।

আপ্নে জ্ঞান-বুদ্ধি-বিবেচনার চূড়ান্ত অথরিটি। বহু ‘দলিল’ অনেককেই এমন অথরিটি দেয়। কিন্তু আপ্নিই কেবল অথরিটি। কারন আপনি ব্যাটা। ঘাড়ের রগ ফুলানো ব্যাটাগিরি আপনার ।

যিনি আপনাকে মনোনীত করছেন বইলা আপনি দাবী করেন, তার রক্তমাংসের শরীর নাই, কাদামাটির মুর্তিও নাই ভাঙ্গার, ধরাছোঁয়ার বাইরে তিনি, কিন্তু আপনি তাঁর প্রতিনিধি। আপনি তার বাহক ও বার্তা, আপ্নিই সে বার্তার ভাষ্যকার, ব্যাখ্যাকর্তা, চাপানোর মালিক, কারন, আপ্নিই তো শ্রেষ্ঠ , মনোনীত। আপনিও জায়নবাদী, কিন্তু সেটা আপনি অন্যকেই ডাকেন।

আপনার জ্ঞান-বিবেচনা-বুদ্ধি-আচরন জুলুমশাহীর ভিত্তি হইতে পারে- সেটা আপনার কল্পনারও বাইরে। আপনি জেনে-না-জেনে জালিম হইতে পারেন- হয়া আছেন- সেটাও আপনার কল্পনারও বাইরে।

আপনার উপর শান্তি বর্ষিত হোক।’

https://www.facebook.com/arup.rahee/posts/10157815593081563

‘কোনো একটা ধর্ম/জাতি/ভাষা/গাত্রবর্ণ/লিংগ/যৌন পরিচয়ে আপনি অটোমেটিক্যালি ভালো, ইমানদার, ইনসাফকারী, জালিম বা মজলুম- এমন না। একই ধর্ম/জাতি/ভাষা/গাত্রবর্ণ ইত্যাদি পরিচয়ে আপনি জালিমও হইতে পারেন, মজলুমও হইতে পারেন। ফলে, কোথায় কীভাবে আপনি জালিম বা মজলুম হয়ে ওঠেন, সেটা সবসময়ে খেয়াল করে, হুঁশিয়ার থেকে, সকলে মিলে সকলের জন্যে মুক্তি, মর্যাদা আর ইনসাফের সমাজ- রাষ্ট্রের কথা আপনাকে ভাবতে হবে। গলার রগ ফুলানো সঙ্খ্যাগরিষ্ঠতাবাদ আর পরিচয়ফ্যাসিবাদীব্যাটাগিরি দিয়ে ধর্ম-ইবাদত- ইনসাফ কিছুই হয় না।’

https://www.facebook.com/arup.rahee/posts/10157839887096563

সংখ্যাগরিষ্ঠতার অন্যায় জোর আপ্নের বিচার, বুদ্ধি, বিবেচনা, ইনসাফবোধ, জ্ঞান-প্রজ্ঞা- সব নাই কইরা দিতেছে; কিন্তু আপ্নে নিজেরে নৈতিকতার , ঈমানের, কুফরির, ইনসাফের ব্যাপারে চুড়ান্ত অথরিটি/ভাষ্যকার/বিধানদাতা হিসেবে ব্যাটাগিরি ফলাইতেছেন, হে জাহেল-জালিম পরিচয়ফ্যাসিস্ট!

পরমকরুনাময়ের কাছে আপনার জন্যে এবং আমার জন্যে হেদায়েত প্রার্থনা করি। আমিন।

https://www.facebook.com/arup.rahee/posts/10157861543026563

‘কটুক্তি’র সংগা নির্দিষ্ঠ করা যেমন সম্ভব না অনেক ক্ষেত্রেই, তেমনি, এটা জরুরী হয়ে দেখা দেয় না সব ক্ষেত্রে , বরং কোনটা কটুক্তি , কার ‘কটুক্তি’ ‘কটুক্তি’ আর কারটা না- পরিস্থিতি আর গায়ের জোর দিয়া ঠিক হয়।

#পরিচয়ফ্যাসিবাদ নিপাত যাক #সংখ্যাগরিষ্ঠতাবাদীফ্যাসিবাদীজুলুম নিপাত যাক #জুলুমশাহীনিপাতযাক #ভাগেরবড়াইবাদীজুলুমনিপাতযাক

https://www.facebook.com/arup.rahee/posts/10158087060866563

কতভাগের দেশে কতভাগের কি হবে- এইটা কোন কোন কিতাবে কি কি ভাবে বলা আছে, সেসব কিতাবের ব্যাখ্যা-ভাষ্য কারা মীমাংসা কইরা দিবে, তাদের অথরিটির মীমাংসা কি দিয়া হবে, ব্যাখ্যা-ভাষ্যের জ্ঞানতাত্বিক-দার্শনিক- সাংস্কৃতিক পার্থক্য আর ভিন্নতার মীমাংসা কি দিয়া হবে রে জায়নবাদী শয়তানের দল- পরিচয়ফ্যাসিস্টের দল- পরিচয়সঙ্খ্যাগরিষ্ঠতাবাদীজালিমের দল? গায়ের জোর দিয়া? নাকি ইলম আর ইনসাফের , জ্ঞান আর ন্যায্যতার বিউপনিবেশিত, দেশসমস্যাভিত্তিক বিবেক-বিচার দিয়া?

https://www.facebook.com/arup.rahee/posts/10158087144186563

#

‘আন-এপোলজিটিক’ ?

এমন মানুষের রুপ-সুরত-জীবন-যাপন কেমন- যখন তা দ্বীন-ধর্ম-রিলিজিয়ন-জাতির পরিচয়বাদী -জায়নবাদী-পুরুষতান্ত্রিক- ফ্যাসিস্ট রাজনীতির সাথে যুক্ত প্রশ্ন?

ধরা যাকঃ সবাই ‘আন-এপোলজিটিক ‘দ্বীনি’/’ধার্মিক’/’রিলিজিয়াস’ হইলো( এসব বলতে কি বুঝায়? তাদের ইলম আর ইনসাফের রুপ/অনুশীলন কি হবে?) , তারপরও কি অতভাগ অমুকের ‘দেশে’ কতভাগ তমুক কিভাবে-না থাকবে-এইসব আলাপ চলতে থাকবে? কিভাবে থাকবে? ‘আন-এপোলজিটিক’রা কি সবার যার যার ‘পরিচয়’ ‘রাষ্ট’ নিয়া একে অন্যের বিরুদ্ধে ‘জিহাদ’ আর ‘ধর্মযুদ্ধ’ করতে থাকবে কাল ‘কিয়ামত’ পর্যন্ত? না কি আন এপলজিকরা দ্বীন-ধর্ম-জাতি-পরিচয়ের ইনসাফভিত্তিক, সাম্যভিত্তিক নতুন ধ্যান-ধারণা হাজির করার বহু রকম মানুষ?

মজুলুমের আরো প্রশ্নঃ কতভাগের দেশে কতভাগের কি হবে- এইটা কোন কোন কিতাবে কি কি ভাবে বলা আছে, সেসব কিতাবের ব্যাখ্যা-ভাষ্য কারা মীমাংসা কইরা দিবে, তাদের অথরিটির মীমাংসা কি দিয়া হবে, ব্যাখ্যা-ভাষ্যের জ্ঞানতাত্বিক-দার্শনিক- সাংস্কৃতিক পার্থক্য আর ভিন্নতার মীমাংসা কি দিয়া হবে রে জায়নবাদী শয়তানের দল- পরিচয়ফ্যাসিস্টের দল- পরিচয়সঙ্খ্যাগরিষ্ঠতাবাদীজালিমের দল? গায়ের জোর দিয়া? নাকি ইলম আর ইনসাফের , জ্ঞান আর ন্যায্যতার বিউপনিবেশিত, দেশসমস্যাভিত্তিক বিবেক-বিচার দিয়া?
নাকি বহুত্বের মধ্যে ঐক্যের গ্রহণযোগ্য/ইনসাফভিত্তিক নানান মডেল অনুশীলন কইর্যা যাইতে হবে আমাদের, আল্লাহর ওয়াস্তে, পরমকরুনাময়ের নামে, পরমের নামে ? ‍

দেশ-সমাজ-রাষ্ট্র- ভূগোল ও জ্ঞানের সীমানা- দ্বীন-ধর্ম-রিলিজিয়নের
বিউপনিবেশিক পর্যালোচনা কইর্যা , নতুন জ্ঞান-ভাব-সাধনার ভিত্তিতে দুনিয়ায় দেশ-সমস্যাভিত্তিক নতুন জীবনব্যবস্থার ‍চর্চা ছাড়া ‘শান্তি’ আর ‘ইনসাফ’ কিভাবে সম্ভব?

https://www.facebook.com/arup.rahee/posts/10158087298401563

পরিচয়ফ্যাসিবাদের অ আ ক খ

প্রশ্নঃ বাংলাদেশ কি বহুজাতি-বহুধর্মের- বহুভাষার-বহু সংস্কৃতির দেশ?

‘বাংগালী’ জাতীয়তাবাদীঃ না! বাংলাভাষা, বাংগালী জাতি আর ‘বাঙ্গালী সংস্ক্রিতি’র দেশ!

‘বাংলাদেশী’ জাতীয়তাবাদীঃ এই সীমা/রাষ্ট্রের মধ্যেকার অতভাগ…

‘৯৮ভাগ’বাদীঃ না! ‘৯৮ ভাগ’ অমুকের দেশ! ৯৮ ভাগ অমুকের ভাষা- সংস্ক্রিতির দেশ!


February 22, 2021
আপনার জীবনবিধান কি সংস্কার বা বাতিল করা দরকার? দ্বীন, ধর্ম, সমাজ ও জীবন ব্যবস্থা প্রসংগে
  • Posted By : admin/
  • 0 comments /
  • Under : writings

সেইসব জীবন দৃষ্টি ও জীবন বিধান সংস্কার অথবা বাতিল করা দরকার, যেসব জীবনদৃষ্টি ও জীবনবিধান সমাজ, দেশ ও দুনিয়ায় নানারকম জুলুম ও বেইনসাফির জন্ম দেয়; বৈষম্য, বিদ্বেষ, মর্যাদাহীনতা সৃষ্টি করে; সামগ্রিকভাবে ও এককথায় জুলুমশাহীর জন্ম দেয়, লালন-পালন করে বা জুলুমশাহীকে টিকে থাকতে সাহায্য করে।

কিন্তু কি দিয়ে বুঝা যাবে কোন সব মত-দৃষ্টিভঙ্গি-ব্যবস্থা-জীবনবোধ-জীবনধারা- জীবনবিধান ইত্যাদি সংস্কার-পরিমার্জন-বদলানো-ফেলে দেয়া-বাতিল করা দরকার? কয়টা সূচক এখানে উল্লেখ করা যায়ঃ

যেসব মত- দৃষ্টিভঙ্গি-ব্যবস্থা- জীবনবোধ-জীবনবিধান >

১/ নিজের জ্ঞান-অভিজ্ঞতা-মত-পদ্ধতিকে প্রশ্নের উর্ধ্বে মনে করে; নিজের জ্ঞানের উৎস সম্পর্কে, সে জ্ঞানের প্রত্যয়ন /প্রমাণ / কর্ত্রিত্ত্ব / অধিকার নিয়ে প্রশ্নহীন থাকে , প্রশ্ন উত্থাপনকে অন্যায়/অপরাধ মনে করে

২/ অন্যের জ্ঞান-অভিজ্ঞতা-মত-পদ্ধতিকে অশ্রদ্ধা করে , বিবেচনায় নেয় না

৩/ নিজেকে সকল বিচারে জগতের শুধু শ্রেষ্ঠ না , একমাত্র মনোনীত , নিজের চিন্তা-মত-ইচ্ছা-অভিরুচি চাপিয়ে দেয়াসহ সকল কিছুর অধিকারী মনে করে

৪/ অন্যের খাদ্যাভ্যাস, যৌনবৈশিষ্ট, গায়ের গড়ন ও রঙ, ভাষা, পরিচ্ছদ, আবাস ইত্যাদি নিয়ে উপহাস , তুচ্ছ-তাচ্ছিল্য করে ; জ্ঞান-অভিজ্ঞতা-উপাসনা-রুচি-পরিচ্ছদ ইত্যাদির দেশ-কাল- পরিবর্তন-বিবর্তন-সংস্কার ইত্যাদিকে বিবেচনায় নেয় না

৫/ এক কালের এক দেশের এক পাত্রের জ্ঞান-অভিজ্ঞতা-মত-পদ্ধতিকে চিরায়ত, শ্রেষ্ঠ ও সার্বজনীন মনে করে; নিজের মত ও পথকে জগতের উপর জুলুম করে প্রতিষ্ঠা করতে চায়

৬/ পুরুষতন্ত্র ও বিষাক্ত পুরুষালীতাকে স্বাভাবিক, প্রশ্নের উর্ধ্বে, ন্যায্য, ঐশী, চিরায়ত ইত্যাদি মনে করে; জন্মসূত্র পুরুষভিন্ন অন্য সকল লিঙ্গের মানুষদের ‘অস্বাভাবিক’, ‘পাপী’, ‘দুষ্ট( কোনো দোষে দোষী), ‘ছোট’/ ‘ইতর’ ইত্যাদি মনে করে, পুরুষতান্ত্রিক যৌনরীতির বাইরের প্রেম-বন্ধুত্ব- যৌনরীতিকে অন্যায়/ পাপ/ ইতর/ ছোট/নীচতা হিসেবে বিবেচনা করে

৭/ বৈষম্য, বিদ্বেষ, বর্ণবাদী –পুঁজিবাদি- পুরুষতান্ত্রিক ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি লালন-পালন করে, গ্রহণযোগ্য মনে করে, প্রস্তাব করে, চলতে সাহায্য করে; ফ্যাসিবাদ জন্ম দেয়া সংখ্যাগরিষ্ঠতাবাদ ও পরিচয়বাদ লালন-পালন-প্রস্তাব করে।

আরো যেসব সূচক যুক্ত করা যায় মনে করেন, তা এই তালিকার জন্যে প্রস্তাব করলে স্বাগত জানাবো।

‘পাপ-পুন্যের কথা আমি কারে বা শুধাই’- লালন ফকির।

আলেক সাঁই ।

২৭ ডিসেম্বর ২০১৯, ঢাকা।


site design, development and maintain by jakaria hossain. for any inquary contact: c.jakariahossain@gmail.com